আতিক চেয়ারম্যানের বাসায় চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
আজ সোমবার (৪ আগস্ট) বিকাল ৫টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমানের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক চোর। ধৃত চোরের নাম আরিফ, সে উপজেলার মাঝিরা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালের দিকে চেয়ারম্যান আতিকুর রহমানের বাড়িতে চোর সন্দেহে আরিফকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এলাকাবাসী জানান, গত কিছুদিন ধরে আড়িয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আটক চোর আরিফকে থানায় নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

0 Comments