আদৌ কি নেইমার পিএসজি ছেড়ে বার্সেলোনায় যাবেন? গ্যারেথ বেল কি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারবেন? কুতিনহো কি বার্সায় থাকতে পারবেন? জেডন সানচোর কী অবস্থা? কিলিয়ান এমবাপ্পে কি রিয়ালে যেতে পারবেন? লিভারপুল-ম্যান সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?
এ রকম হাজারো প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে এখন। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? কার কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই? আসুন এক নজরে দেখে নেওয়া যাক!

 
 
 
0 Comments